• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

মাগুরা-২ আসন

নৌকার প্রার্থীর বিরুদ্ধে লাঙ্গল প্রার্থীর নির্বাচনী কাজে বাধা দেয়ার অভিযোগ

মাগুরা প্রতিনিধি

প্রকাশিত: ১৭:২১, ২৮ ডিসেম্বর ২০২৩

আপডেট: ১৭:২১, ২৮ ডিসেম্বর ২০২৩

ফন্ট সাইজ
নৌকার প্রার্থীর বিরুদ্ধে লাঙ্গল প্রার্থীর নির্বাচনী কাজে বাধা দেয়ার অভিযোগ

মাগুরা-২ আসনের জাতীয় পার্টির প্রার্থী মোঃ মুরাদ আলী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-২ আসনের জাতীয় পার্টির প্রার্থী মোঃ মুরাদ আলীর নির্বাচনী কাজে প্রতিবন্ধকতা সহ নানা অভিযোগ আওয়ামী লীগ নেতা ও সমর্থকদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে শালিখা উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে কর্মী সমার্থকদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের কাছে তিনি নানা অভিযোগ তুলে ধরেন। 

জাতীয় পার্টির প্রার্থী মোঃ মুরাদ আলী বলেন, আমাদের নেতাকর্মী সমর্থকদের ভোটের মাঠে প্রচার প্রচারনার কাজে বাধা প্রদান করা হচ্ছে। সেই সাথে কর্মী সমর্থকদের নানা ভয়ভীতি দেখিয়ে বলছেন নির্বাচনের মাঠে গেলে তাদেরকে দেখে নেওয়া হবে৷ এছাড়াও সাধারণ ভোটারদেরকে নৌকায় ভোট না দিলে বিভিন্ন ভাতার কার্ড কেটে দেওয়া হবে।

এ বিষয়ে মাগুরা রির্টানিং কর্মকর্তা বরাবর অভিযোগ করেও কোন ফল পাচ্ছি না বলে জানান তিনি।  

শালিখা উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল কুদ্দুস বিশ্বাস বলেন, মাগুরা-২ আসন বরবরই জাতীয় পাটির দখলে থাকে৷ আশা করি সুস্থ ও নিরাপক্ষ ভোট হলে জাতীয় পার্টি বিপুল ভোটে বিজয়ী হবে। এই বিজয় কেউ ছিনিয়ে নিতে পারবে না।

এ ব্যাপারে মাগুরা জেলা প্রশাসক ও রির্টানিং কর্মকর্তা আবু নাসের বেগের সাথে মোবাইল ফোনে কথা বললে তিনি বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি, অভিযোগ তদন্ত করে দেখেছি কিন্তু অভিযোগের কোন সত্যতা নাই বলে জানান তিনি। 

মন্তব্য করুন: