শরীয়তপুর-২
শেষ দিনে নৌকার মিছিল, ঈগলের প্রচারণায় বাধা দেয়ার অভিযোগ

গণসংযোগ করেছেন নৌকার প্রার্থী একেএম এনামুল হক শামীম
শরীয়তপুর-২ আসনে প্রচার-প্রচারণার শেষ দিনে গণসংযোগ ও মিছিল সমাবেশে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। আওয়ামী লীগ দলীয় নৌকার প্রার্থী পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বৃহস্পতিবার সারাদিন নড়িয়া বাজার ও ভোজেশ্বর বাজারে গণসংযোগ করেছেন। বিকেলে নড়িয়া বাজারে ও সন্ধায় ভোজেশ্বর বাজারে মিছিল করে নৌকার সমর্থকরা। সেখানে দলীয় নেতা-কর্মী-সমর্থরা উপস্থিত ছিলেন।
এদিকে, শরীয়তপুর-২ নির্বাচনী এলাকায় স্বতন্ত্রপ্রার্থী ডা. খালেদ শওকত আলীর সহধর্মনী ডা. তানিয়া শওকতের প্রচার গাড়িতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। দুপুরে ঘড়িসার পাগলার মোড়ে প্রচারণার সময় স্থানীয় ছাত্রলীগের নেতা নাজমুল দেওয়ান সামিদ রাস্তায়
বাঁশ ফেলে গাড়ির সামনে দাড়িয়ে যায়।
প্রায় আধঘন্টা গাড়িটি আটকে রাখেন তিনি। পরে স্থানীয়রা এগিয়ে এলে পিছু হটে সামিদ। নৌকার প্রার্থী একেএম এনামুল হক শামীমের নির্দেশে এসব ঘটনা ঘটানো হচ্ছে বলে দাবী করেছে ডা. খালেদ শওকত।
অপরদিকে, শরীয়তপুর-১ ও শরীয়তপুর-৩ আসনে নৌকা ছাড়া আর কোন প্রার্থীকে প্রচারণায় দেখা যায়নি। ভোটার উপস্থিতি এ আসন বড় চ্যালেঞ্জ বলে মনে করেন ভোটাররা।
বিভি/এজেড
মন্তব্য করুন: