বেনাপোল এক্সপ্রেসে আগুনের ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি

রেলপথ মন্ত্রণালয় জনসংযোগ কর্মকর্তা সিরাজ উদ দ্দৌলা খান বলেছেন, বেনাপোল এক্সপ্রেসে আগুনের ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে। তিনি বলেন, ফায়ার সার্ভিসও একটি তদন্ত কমিটি গঠন করেছে।
সিরাজ উদ দ্দৌলা জানান, রেলওয়ে ঢাকা বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী মো. সৌমিক শাওন কবিরকে প্রধান করে ৭ সদস্যের কমিটি করা হয়েছে। কমিটিকে তিন কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করার জন্য বলা হয়েছে।
উল্লেখ্য, ট্রেনে দুর্বত্তদের দেওয়া আগুনে এখন পর্যন্ত চার জন মারা গেছেন। বেশ কয়েকজন দগ্ধ হয়েছেন।
১৯ ডিসেম্বর ভোরে ঢাকার তেজগাঁও এলাকায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুনে এক নারী ও তার শিশু সন্তানসহ চারজন দগ্ধ হয়ে মারা যান।
মন্তব্য করুন: