• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

দক্ষিণাঞ্চলের জন্য প্রধানমন্ত্রীর বিশেষ পরিকল্পনা রয়েছে : শিল্পমন

প্রকাশিত: ২০:২২, ২৫ জানুয়ারি ২০২৪

ফন্ট সাইজ
দক্ষিণাঞ্চলের জন্য প্রধানমন্ত্রীর বিশেষ পরিকল্পনা রয়েছে : শিল্পমন

শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, ভোলা তথা দক্ষিণাঞ্চলের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে পদ্মা সেতু থেকে শুরু করে রাস্তাঘাট ব্রিজ সবগুলো পরিকল্পিতভাবে করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারী) সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নে সার কারখানা স্থাপনের লক্ষ্যে সম্ভাব্য স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেন, ভোলায় যেহেতু গ্যাস রয়েছে তাই ভোলাকে আমরা আলাদা গুরুত্ব দিচ্ছি। আমাদের দীর্ঘদিনের ইচ্ছে এখানে একটি সার কারখানা গড়ে তোলার। আমাদের কৃষির জন্য অনেক সার ইমপোর্ট করতে হয়।
তিনি বলেন, আমরা এখানে সার কারখানা করতে পারলে স্বয়ংসম্পূর্ণ হব। আমাদের বিদেশ থেকে আর সার আনতে হবে না। আমাদের কৃষি ও খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

মন্ত্রী বলেন, আমরা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় অপশন দেখব। এখন সাইট সিলেকশনের কাজ চলছে। আমরা বিষয়টি পর্যালোচনা করব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে নির্দেশনা দিবেন সেভাবেই কাজ করা হবে।

এসময় শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, ভোলার জেলা প্রশাসক আরিফুজ্জামান, পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মোমিন টুলু, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন উপস্থিত ছিলেন।

বিভি/ এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2