যুক্তরাষ্ট্র উদ্যোগ নিলে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব: ফিলিস্তিনি রাষ্ট্রদূত

যুক্তরাষ্ট্র উদ্যোগ নিলে দু-তিন বছরেই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব- বলেছেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোমেটিক করেসপন্ডেন্পস অ্যাসোসিয়েশন আয়োজিত ডিক্যাব টকে এ কথা বলেন তিনি। বলেন, ফিলিস্তিন ইস্যুতে জো বাইডেনের ওয়াদা ভঙ্গের কারণেই ৭ অক্টোবরের মতো ঘটনা ঘটেছে। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া সমস্যার সমাধান অসম্ভব বলেও জানান রামাদান।
ফিলিস্তিনিরা শুধু শান্তিতে নিজেদের জায়গায় থাকতে চায় জানিয়ে রাষ্ট্রদূত বলেন, আইসিজে ফিলিস্তিনের এই ঘটনাকে পরক্ষভাবে গণহত্যার কথা বললেও এটি সরাসরি গণহত্যা। তাই ফিলিস্তিনিদের এই যুদ্ধে মুসলিম বিশ্বকে পাশে থাকার আহ্বান জানান ইউসুফ রামাদান।
বিভি/রিসি
মন্তব্য করুন: