• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বাজারে সিন্ডিকেট ভাঙ্গার প্রক্রিয়া উদ্ভাবন করেছি: কৃষিমন্ত্রী 

প্রকাশিত: ১৫:৪৯, ৮ ফেব্রুয়ারি ২০২৪

ফন্ট সাইজ
বাজারে সিন্ডিকেট ভাঙ্গার প্রক্রিয়া উদ্ভাবন করেছি: কৃষিমন্ত্রী 

কৃষিমন্ত্রী বীর মুক্তিদ্ধো উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ বলেছেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ কর‌তে ইতোমধ্যে সিদ্ধান্ত হ‌য়ে‌ছে, বাজা‌রে সিন্ডিকেট বলতে কিছু থাকলে তাকে কিভাবে ধ্বংস করা যায়, তার জন্য প্রক্রিয়া কি, সেটা উদ্ভাবন করে অলরেডি কাজ শুরু করা হ‌য়ে‌ছে। 

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকালে কৃষিমন্ত্রী বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালায় যোগ দিতে গিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে এসব কথা বলেন

ঐক্যবদ্ধভাবে যাতে বাজার নিয়ন্ত্রণ করা যায় তার জন্য কাজ করা হ‌চ্ছে। হাটবাজারে মজুতদারীদের হারাম ব্যবসা থে‌কে আহবান জানান, মন্ত্রী। 

তি‌নি আরও ব‌লেন, আল্লাহর রাসূলও বলেছেন, তেজারতী করো কিন্তু হারাম তেজারতী কেউ করবে না। আমি তাদেরকে অনুরোধ করি রমজান মাসে যাতে আমরা সুন্দরভাবে সিয়াম সাধনা করতে পারি তার জন্য সহযোগিতা করবেন। 

তিনি উপস্থিত কৃষি সচিবকে ইঙ্গিত করে বলেন, ওনি একজন কৃষিবিদ। ওনারা ঘর চালান, পরিবার চালান। অতএব বুঝতেই পারছেন, পণ্যের দাম বাড়লে ওনাদের মাথা গরম থাকে। 

এসময় তার সঙ্গে কৃষি সচিব ওয়াহিদা আক্তার, ব্রি’র মহাপরিচালক মো. শাহজাহান কবীর, ইরি’র বাংলাদেশ প্রতিনিধি হুমনাথ ভান্ডারি,গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম, বাংলাদেশ কৃষিগবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক দেবাশীষ সরকার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচাক বাদল চন্দ্র বিশ্বাস, প্রমুখ উপস্থিত ছিলেন। 
 

বিভি/রিসি

মন্তব্য করুন: