• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় নির্বাচন স্থগিত

প্রকাশিত: ১৮:৪১, ৭ মে ২০২৪

আপডেট: ১৮:৪২, ৭ মে ২০২৪

ফন্ট সাইজ
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় নির্বাচন স্থগিত

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (৭ মে) নির্বাচনের ভোটের আগের দিন এই সিদ্ধান্ত নিল ইসি। এদিন বিকেল ৫টার দিকে জামালপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার নির্বাচন স্থগিতের গণ বিজ্ঞপ্তি জারি করেন। 

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে, জামালপুরের সরিষাবাড়ী উপজেলা পরিষদের নির্বাচন-২০২৪ উপলক্ষ্যে আগামী ৮ মে অনুষ্ঠিতব্য সব পদের ভোটগ্রহণ সংক্রান্ত কার্যক্রম নির্বাচন কমিশন সচিবালয়ের নির্দেশনা মোতাবেক স্থগিত করা হলো। এ সংক্রান্ত পরবর্তী পদপেক্ষ কতৃপক্ষের নির্দেশক্রমে জানানো হবে।

এদিকে, মঙ্গলবার নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথও নির্বাচন স্থগিতের তথ্যটি নিশ্চিত করেছেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: