• NEWS PORTAL

  • সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সারা বিশ্বেই ভোটারদের ভোটের প্রতি আগ্রহ কমছে: ইসি আলমগীর

প্রকাশিত: ১৪:০১, ২০ মে ২০২৪

ফন্ট সাইজ
সারা বিশ্বেই ভোটারদের ভোটের প্রতি আগ্রহ কমছে: ইসি আলমগীর

নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, নির্বাচন নিয়ে কমিশনের আন্তরিকতার কোনো কমতি নাই, সারাবিশ্বেই ভোটারদের ভোটের প্রতি আগ্রহ কমছে। দ্বিতীয় ধাপের উপজেলা ভোটও যাতে সুষ্ঠুভাবে হতে পারে সেজন্য ব্যাপক সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি। 

সোমবার (২০ মে) দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, মঙ্গলবারের উপজেলা নির্বাচন শান্তিপূর্ণ করতে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।

ধান কাটার মৌসুম, আবহাওয়া, বড় রাজনৈতিক দলের নির্বাচনে না আসাসহ নানা কারণে ভোট কেন্দ্রে উপস্থিতি কম হয়েছে প্রথম ধাপে। নির্বাচন নিয়ে কমিশনের আন্তরিকতার ঘাটতি নেই। তিনি আরও বলেন, ভালো প্রার্থীরা নির্বাচনে অংশ না নিলেও অনেক সময় ভোটাররা কেন্দ্রে যান না। কতো শতাংশ ভোট পড়লে নির্বাচন গ্রহণযোগ্য হবে তার কোনো নিয়ম নেই, তা কমিশনের ভাবনা নেই বলেও মন্তব্য করেন মো. আলমগীর। 

বিভি/রিসি

মন্তব্য করুন: