• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বেনজীর আহমেদ কোথায়, নিজ ফ্ল্যাটে নেই কেউ

প্রকাশিত: ২০:৪৮, ৩০ মে ২০২৪

আপডেট: ২৩:৩০, ৩০ মে ২০২৪

ফন্ট সাইজ

আলিসান এই ভবনের ১৩ তলায় স্ত্রী সন্তানদের নিয়ে থাকতেন পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ। কিন্তু গেল কিছুদিন ধরে এই বাসায় আসা-যাওয়া নেই তাদের। কোথায় আছেন তাও জানেন না কেউ। বাসার দারোয়ান বলছেন- গত কয়েকদিন ধরে তাদেরকে দেখছেন না তারা। ফ্ল্যাটেও নেই কেউ।

সম্প্রতি পাহাড়সম দুর্নীতির অভিযোগ গণমাধ্যমে প্রকাশ পেলে অনেকটা চাপে পড়ে ব্যবস্থা নিতে বাধ্য হয় দুদক। সেই প্রেক্ষিতে বেনজীর আহমেদের সম্পত্তি ও ব্যাংক একাউন্ট জব্দের আদেশ জারি করেন আদালত। এরপর থেকে টক অব দ্যা কান্ট্রিতে পরিণত হয় সাবেক এই পুলিশ প্রধানের ইস্যু। কিন্তু এই ঘটনার পর থেকে কোথাও দেখা যাচ্ছে না তাকে। গুঞ্জন উঠেছে স্বস্ত্রীক দুবাই অবস্থান করছেন তিনি। গুলশানের বাসায় গিয়ে পাওয়া যায়নি তাকে। এই বিষয়ে সাবেক এই পুলিশ প্রধানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও বন্ধ পাওয়া গেছে মোবাইল নম্বর।

তবে দুদক বলছে- বেনজীর আহমেদের বিদেশ যাওয়ার গুঞ্জন সত্যি কিনা তাও খতিয়ে দেখছেন তারা। দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর বলেন, বেনজীর আহমেদ স্বস্ত্রীক বিদেশ আছেন, এমনটা আমরাও শুনতে পাচ্ছি। বিষয়টি তদন্ত কর্মকর্তা তদন্ত করছেন। আগামী ৬ জুন যদি তিনি হাজির না হন তাহলে আইন অনুযায়ী কমিশন পরবর্তী ব্যবস্থা নিবেন।

ডিএমপির কমিশনার থেকে র‌্যাবের ডিজি। চাকরির প্রতিক্ষণে ছিলেন ক্ষমতার উচ্চ আসনে। আইজিপি হিসেবে দায়িত্ব পাওয়ার পরই যেন চূড়ান্ত ক্ষমতায় অধিষ্ঠ হন তিনি। আর এমন ক্ষমতায় থেকে গড়েছেন পাহাড়সম সম্পদ। 

দুদকের তথ্য বলছে- আইজিপির ক্ষমতা ব্যবহার করে শুধু স্ত্রীর নামেই গড়েছেন ৫০০ একরের বেশি জমি। সেই সঙ্গে সন্তানদের নামে-বেনামে কোম্পানী গড়ে লোপাট করেছেন শত শত কোটি টাকা। তবে এত সব অভিযোগের পরও মুখে কুলুপ এঁটেছেন বেনজীর আহমেদ। গত ২০ এপ্রিল সর্বশেষ তার ফেসবুক পেজে পোস্ট দেওয়ার পর আজ অবধি কোনো বার্তাও নেই তাতে। সেসময় এসব অভিযোগকে স্বীকার করে তিনি বলেছিলেন- তিলকে তাল বানানো হয়েছে।

বেনজীর আহমেদের দুর্নীতির একের একের এক চাঞ্চল্যকর এসব তথ্য শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে তা দেখার অপেক্ষায় দেশবাসী।

বিভি/এসএইচ/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2