• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড ডেন্টাল কলেজ হোস্টেলে!

প্রকাশিত: ২২:২০, ২ জুন ২০২৪

ফন্ট সাইজ
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড ডেন্টাল কলেজ হোস্টেলে!

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড ঘটে গেছে ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালের ছাত্র হোস্টেলে। গভীর রাতে রুমে আটকে রেখে বেধড়ক পেটানোর পর হাসপাতালে নিয়ে ভুল চিকিৎসাও দেওয়া হয়েছিল বলে অভিযোগ জিসান নামের এক শিক্ষার্থীর। পরে পরিবারের লোকজন খবর পেয়ে উন্নত চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।

গত বৃহস্পতিবার (৩০ মে) দিবাগত রাতে ঘটে এই ঘটনা। জিসানের অভিযোগ ছিল- রুমমেটরা ঈর্শ্বানিত হয়ে তার উপর এমন অমানবিক নির্যাতন করেছে। তবে খোঁজ নিয়ে জানা গেল- প্রেম সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে ঘটেছে এমন কাণ্ড। যদিও প্রেমের অপরাধে সন্তানকে হাসপাতালের বিছানায় দেখবেন এমনটা ভুলেও ভাবতে পারছেন না জিসানের বাবা-মা। তারা এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন। 

অনুসন্ধানে জানা যায়, ডেন্টাল কলেজের ৫৯ ব্যাচের এক ছাত্রীর সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক ছিল জিসানের। এই সম্পর্ক নিয়ে ওই ছাত্রীর সাবেক প্রেমিক আবুল বাসার নামের এক যুবক জিসান ও তার বন্ধুদেরকে বিভিন্ন সময় হুমকি-ধামকি দিয়ে আসছিল। এসব নিয়ে বন্ধুদের সঙ্গে জিসানের ঝামেলা শুরু হয়। যদিও জিসানকে মেরে হাসপাতালে পাঠানোর অভিযোগ অস্বীকার করেছে- আকিব, জিম, হাসান, অমিত ও শাওন নামের ওই শিক্ষার্থীরা। উল্টো তাদের দাবি- জিসানের কারণে তারা চরমভাবে হেনস্তার শিকার হয়েছিলেন।

তবে ঘটনা যাই ঘটুক প্রকৃত দোষী কেউ থাকলে দৃষ্টান্তমূলক শাস্তি পেতে হবে বলে আশ্বাস দিয়েছেন ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ মোঃ হুমায়ুন কবীর বুলবুল।

জিসান দ্রুত সুস্থ হয়ে আবারও ক্লাসে ফিরবে এবং ক্যাম্পাসে পড়াশুনার স্বাভাবিক পরিবেশ নিশ্চিত হবে এমনটাই প্রত্যাশা তার পরিবারের।

বিভি/এসএইচ/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2