• NEWS PORTAL

  • রবিবার, ৩০ জুন ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

দেশে দুর্নীতি কমেছে, দাবি স্থানীয় সরকারমন্ত্রীর

প্রকাশিত: ২১:৩২, ২৭ জুন ২০২৪

ফন্ট সাইজ
দেশে দুর্নীতি কমেছে, দাবি স্থানীয় সরকারমন্ত্রীর

ফাইল ছবি

দেশে দুর্নীতির পরিমাণ আগের চেয়ে যথেষ্ট কমেছে বলে দাবি করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম। তিনি বলেছেন, দুর্নীতিকে প্রশ্রয় না দেয়ার লক্ষ্য নিয়ে কাজ করতে হবে। 

বৃহস্পতিবার (২৭ জুন) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সাথে আওতাধীন দফতর ও সংস্থার ২০২৪-২৫ অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সই অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, সরকার দুর্নীতিকে প্রশ্রয় দেয় না; এর খোঁজ পেলে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে। 

দুর্নীতি বরদাস্ত না করার অঙ্গীকার করে তিনি বলেন, উন্নয়ন বাধাগ্রস্ত হয় এতে। চাকরিরত অবস্থায়ও অনেক কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির জন্য ব্যবস্থা নেয়া হয়। 

তাজুল ইসলাম বলেন, দুর্নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র, জাপান সবাই যুদ্ধ করে। তাই কেউ বলতে পারবে না উন্নত দেশে দুর্নীতি নেই। 

সাদেক এগ্রোর বিরুদ্ধে এতোদিন পরে অভিযান কেন এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, যখন যেটা নজরে আসে, তখন সে ব্যাপারে ব্যবস্থা নেয়া হয়। 

জলাবদ্ধতা প্রসঙ্গে তিনি বলেন, ঢাকায় আগের চেয়ে জলাবদ্ধতা অনেক কমেছে। তবে বিচ্ছিন্নভাবে এখনও কিছু স্থানে জলাবদ্ধতা হয় বলে স্বীকার করেন তিনি। 

বিভি/টিটি

মন্তব্য করুন: