• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

জনগণ কর দিতে চাইলেও হয়রানির ভয়ে অনেকেই কর দেয় না: সালমান এফ রহমান

প্রকাশিত: ২২:৪৬, ২৯ জুন ২০২৪

ফন্ট সাইজ
জনগণ কর দিতে চাইলেও হয়রানির ভয়ে অনেকেই কর দেয় না: সালমান এফ রহমান

জনগণ কর দিতে চাইলেও হয়রানির ভয়ে অনেকেই কর দেয় না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। 

শনিবার (২৯ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ঢাকা জেলার ইউনিয়ন পরিষদসমূহে ক্যাশলেস স্মার্ট সেবা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

বলেন, কর আদায়ে হয়রানি বন্ধ করতে হবে। কর আদায় প্রক্রিয়া সহজ করলে অনেকেই কর প্রদানে উৎসাহী হবে বলে জানান তিনি।

সালমান এফ রহমান বলেন, যারা কর দেয়, তাদের ওপরই করের বোঝা বাড়ানো হয়। এটা না করে করের আওতা বাড়ানোর ওপর জোর দেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম বলেন, জনপ্রতিনিধিদের দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। সরকারের ভিশন অনুযায়ী স্মার্ট বাংলাদেশ গঠনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের দৃঢ়তার সাথে ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।  

বিভি/রিসি

মন্তব্য করুন: