• NEWS PORTAL

  • বুধবার, ০৩ জুলাই ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

আদানির কাছ থেকে মিলছে ৭০২ মেগাওয়াট বিদ্যুৎ

প্রকাশিত: ১৪:০০, ১ জুলাই ২০২৪

ফন্ট সাইজ
আদানির কাছ থেকে মিলছে ৭০২ মেগাওয়াট বিদ্যুৎ

ভারতের আদানি গ্রুপের বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট চাল হওয়ায় বাংলাদেশ ৭০২ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে। সোমবার (১ জুলাই) ভোর ৫টায় ইউনিটটি চালু হয়। সকাল দশটা থেকে এই ইউনিট ৫১৯ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করে। ১১টা নাগাদ উৎপাদন বেড়ে দাঁড়ায় ৭০২ ইউনিটে।এর আগে গত শুক্রবার বিদ্যুৎকেন্দ্রটি থেকে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যায়।

ভারতের ঝাড়খণ্ডে নির্মিত এই বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে প্রায় দেড় হাজার মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হয়। কয়েক দিন থেকে কেন্দ্রটিতে আংশিক উৎপাদন হচ্ছিল।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) জানায়, রক্ষণাবেক্ষণের জন্য ঈদের ছুটিতে কেন্দ্রের প্রথম ইউনিটটির উৎপাদন বন্ধ করা হয়। এটি ৫ জুলাই উৎপাদনে ফিরতে পারে। কিন্তু তার আগেই প্রথম ইউনিট উৎপাদন শুরু করেছে।

উল্লেখ্য যে, কারিগরি ত্রুটির কারণে গত ২৫ জুন থেকেই দ্বিতীয় ইউনিটের উৎপাদন কমে গিয়েছিল। উৎপাদন বাড়াতে কাজ করছিলেন প্রকৌশলীরা। কিন্তু গত শুক্রবার সকাল পৌনে ১০টায় বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়। তবে দেশের আবহাওয়া ভালো থাকায় অর্থাৎ বৃষ্টিতে তাপপ্রবাহ কমে আসায় চাহিদা কমায় বিদ্যুৎ ঘাটতির খুব একটা প্রভাব পড়েনি।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: