• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

পেনশন স্কিম বন্ধের দাবিতে শিক্ষকদের আন্দোলন চলবে

প্রকাশিত: ১৬:১৩, ২ জুলাই ২০২৪

ফন্ট সাইজ
পেনশন স্কিম বন্ধের দাবিতে শিক্ষকদের আন্দোলন চলবে

ছবি: সংগৃহিত

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলছেন, সর্বজনীন পেনশন ‘প্রত্যয়’ স্কিমের নামে শিক্ষকদের জিম্মি করা হয়েছে। অবিলম্বে প্রজ্ঞাপনটি বাতিল করা না হলে অনির্দিষ্টকালের আন্দোলন চলবে। 

‘প্রত্যয়’ চালুর প্রজ্ঞাপন প্রত্যাহার দাবিতে মঙ্গলবারও (২ জুলাই) অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।  গ্রন্থাগার বন্ধ থাকায় ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনা। অনলাইন, সান্ধ্যকালীন ও প্রফেশনাল কোর্সের ক্লাসও বন্ধ রয়েছে।

শিক্ষকরা বলছেন, শিক্ষার্থীদের জিম্মি করে কোন আন্দোলন করছেন না তারা। যৌক্তিক দাবিতেই তারা আন্দোলনে। পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহারের জোর দাবিও জানান তারা। কর্মসূচির কারণে ক্লাস-পরীক্ষার পাশাপাশি বন্ধ রয়েছে দাপ্তরিক কাজ। একই দাবিতে আন্দোলন করছেন কর্মকর্তা-কর্মচারীরাও।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: