দেশে ৩০ শতাংশ ইন্টারনেট ট্রাফিক কমেছে: আইএসপিএবি

বিভিন্ন বিল্ডিংয়ে আগুন, ক্যাবল কাটা সহ বিভিন্ন কারনে দেশে ৩০ শতাংশ ইন্টারনেট ট্রাফিক কমেছে বলে জানিয়েছেন আইএসপিএবির সভাপতি মো. ইমদাদুল হক। বাংলাভিশনকে তিনি বলেন, চলমান আন্দোলনে দেশের বিভিন্ন জায়গায় বিদ্যুৎ, ক্যাবল কেটে ও পুড়ে গেছে। ফলে দেশের মোট ইন্টারনেটের ৩০ শতাংশ ট্রাফিক কমেছে। এছাড়া বেনাপোল মুখি ট্রাফিকও কমেছে বলে জানান তিনি।
অন্যদিকে মহাখালী দুর্যোগ ব্যবস্থাপনা ভবনে আগুন লেগেছে বলে জানা গেছে। স্থানীয়ের বরাতে জানা গেছে, ভবনের সামনের একটি গাড়িতে প্রথমে আগুন লাগে। এরপর আগুন ক্যাবলের মাধ্যমে ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে তা ভবনে ছড়িয়ে পড়ে।
জানা গেছে, ঔ ভবনের আশে পাশে দুটি ডেটা সেন্টার রয়েছে।
বিভি/ এসআই
মন্তব্য করুন: