• NEWS PORTAL

  • রবিবার, ২০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সব মাধ্যমেই স্বাভাবিক ইন্টারনেট সেবা

প্রকাশিত: ১৬:৩৯, ৫ আগস্ট ২০২৪

ফন্ট সাইজ
সব মাধ্যমেই স্বাভাবিক ইন্টারনেট সেবা

ব্রডব্যান্ড এবং মোবাইল ইন্টারনেট উভয় মাধ্যমেই স্বাভাবিক ইন্টারন্টে, সামাজিক মাধ্যম। এর আগে দুপুরে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করা হয়। গতকাল থেকেই মোবাইল ইন্টারনেট বন্ধ করা হয়। 

 এদিকে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, স্বল্পতম সময়ে একটি অন্তবর্তী সরকার গঠন করা হবে। সব হত্যার বিচার হবে। সেনাবাহিনীর ওপর আস্থা রাখুন। আমরা রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছি।

সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, আমরা এখন বঙ্গবভনে যাব। সেখানে অন্তবর্তী সরকার গঠনের ব্যাপারে বিস্তারিত আলোচনা হবে। তিনি ছাত্রদের শান্ত হওয়ার পরামর্শ দেন।

জনগণের উদ্দেশে সেনাপ্রধান বলেন, দেশে শান্তিশৃঙ্খলা বজায় রাখেন। আপনারা আমার ওপর আস্থা রাখেন। দয়া করে সাহায্য করেন। মারামারি সংঘাত করে আর কিছু পাবো না। সংঘাত থেকে বিরত হোন। সবাই মিলে সুন্দর দেশ গড়বো।

বিভি/ এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2