• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

দেশের কয়েকটি বেসরকারি ব্যাংকে বিক্ষোভ চলছে

প্রকাশিত: ১৫:৪৯, ৮ আগস্ট ২০২৪

আপডেট: ১৫:৫৩, ৮ আগস্ট ২০২৪

ফন্ট সাইজ
দেশের কয়েকটি বেসরকারি ব্যাংকে বিক্ষোভ চলছে

দেশের কয়েকটি বেসরকারি ব্যাংকে বিক্ষোভের খবর পাওয়া গেছে। এর মধ্যে আইএফআইসি, এসআইবিএল, ওয়ান, ইউসিবি, বাংলাদেশ কমার্স ব্যাংকের নাম শোনা গেছে। 

জানা গেছে, দখল হওয়া ব্যাংকের মালিকানা পুনরুদ্ধার, অর্থপাচারে সহায়তাকারীদের অপসারণ ও অবৈধ নিয়োগ বাতিল, চাকরিতে পুনর্বহালসহ বিভিন্ন দাবিতে এসব ব্যাংকে বিক্ষোভ চলছে। 

গতকাল (৭ আগস্ট) নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংকে বিক্ষোভের পর চার ডেপুটি গভর্নর, বিএফআইইউ প্রধান ও নীতি উপদেষ্টাকে বের করে দেওয়া হয় বলে জানা গেছে। তারা কেউ আজ আর অফিসে আসেননি।  

ফলে ব্যাংকে আন্দোলন কারীরা কার কাছে তাদের অভিযোগ জানাবে ত খুঁজে পাচেছ না। অনেকেই বিষয়টি আন-অফিসিয়ালি জানিয়েছেন। 
এরই মধ্যে ইসলামী ব্যাংকে কয়েকদিন ধরে বিক্ষোভ চলছে। পাশাপাশি সোনালী, জনতা ও অগ্রণী ব্যাংকে গতকাল (বুধবার) বৈষম্যের শিকার কর্মকর্তারা বিক্ষোভের খবর পাওয়া গেছে। 

এদিকে, আজও অফিসে আসেননি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। তিনি কোথায় আছেন তাও জানেন না কর্মকর্তারা। 
 

বিভি/ এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2