• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদত্যাগের বিষয়ে যা জানা গেলো

প্রকাশিত: ১৮:২৫, ৮ আগস্ট ২০২৪

ফন্ট সাইজ
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদত্যাগের বিষয়ে যা জানা গেলো

দেশের একাধিক গণমাধ্যম বলছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। অন্তর্বর্তী সরকার আজকে দায়িত্ব নেওয়ার পর তিনি পদত্যাগ করবেন। বৃহস্পতিবার (৮ আগস্ট) এমন তথ্য জানিয়েছে গভর্নরের পরিবারসংশ্লিষ্ট একটি সূত্র। সূত্রটি জানায়, শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর গভর্নরের মনের অবস্থা ভালো নেই।

তারপর একজন ডেপুটি গভর্নরকে যে পরিস্থিতিতে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে, এতে তার মন আরো খারাপ হয়েছে। এ অবস্থায় তিনি দ্রুত পদত্যাগ করতে চান। তার পরিবারের পক্ষ থেকেও একই কথা বলা হচ্ছে। তিনি নতুন সরকারের অপেক্ষায় আছেন।নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর পদত্যাগ করবেন।

সূত্রটি আরো জানায়, ডেপুটি গভর্নরকে পদত্যাগ করানো, অন্য ডেপুটি গভর্নর ও দুজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাংলাদেশ ব্যাংক থেকে বের হয়ে যেতে বাধ্য করার পর যদি গভর্নর পদত্যাগ করে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা কেন্দ্রীয় ব্যাংকে শূন্যতা সৃষ্টি হবে। এ অবস্থায় তিনি নতুন সরকারের অপেক্ষায় আছেন। পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা চাচ্ছেন দ্রুত পদত্যাগপত্র জমা দিতে।
 

বিভি/ এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2