• NEWS PORTAL

  • রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নীতি নির্ধারণীর বিষয়: ডিজি পাউবো

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ২২:৫৩, ৪ অক্টোবর ২০২৪

ফন্ট সাইজ
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নীতি নির্ধারণীর বিষয়: ডিজি পাউবো

তিস্তা মহাপরিকল্পনা চায়না সরকারের মাধ্যমে বাস্তবায়ন হওয়ার কথা। এটি এমন পর্যায়ে রয়েছে যা নীতি নির্ধারণীর বিষয়। তবে তিস্তার ভাঙ্গন রোধে সরকারের নির্দেশে স্টাডি শেষ করা হয়েছে।

শুক্রবার (৪ অক্টোবর) কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের কালিরহাট এলাকায় তিস্তা নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন এবং স্থানীয়দের সাথে মতবিনিময়কালে পানি উন্নয়ন বাের্ডের মহা পরিচালক মুহাম্মদ আমিরুল হক ভুঞা উপরোক্ত কথাগুলো বলেন।

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন প্রধান প্রকৌশলী মাহবুবুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহসান হাবীব, নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান, উপ বিভাগীয় প্রকৌশলী রাফসান জানি এবং নদী বিশেষজ্ঞ ড. তুহিন ওয়াদুদ।

এ সময় পানি উন্নয়ন বাের্ডের মহাপরিচালক আরও বলেন, পর্যাপ্ত বাজেট দিয়ে বন্যার পানি নেমে যাওয়ার পর তিস্তার ভাঙ্গন কবলিত এলাকায় কাজ করা হবে। এছাড়া ২য় পর্যায় ডিপিপিতে ধরলা, ব্রহ্মপুত্রসহ অন্যান্য নদ-নদী খননের কথাও জানান তিনি।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2