• NEWS PORTAL

  • শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বিদ্যুৎ ও জ্বালানী খাত ভারতের আধিপত্যমুক্ত করতে হবে: ড. মাহমুদুর রহমান

প্রকাশিত: ১৯:২৪, ৬ অক্টোবর ২০২৪

আপডেট: ১৯:২৫, ৬ অক্টোবর ২০২৪

ফন্ট সাইজ
বিদ্যুৎ ও জ্বালানী খাত ভারতের আধিপত্যমুক্ত করতে হবে: ড. মাহমুদুর রহমান

ছবি: বৈষম্যবিরোধী প্রকৌশলী পরিষদের একটি প্রতিনিধিদল দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ড. মাহমুদুর রহমানের সঙ্গে গুলশান বাসভবনে সাক্ষাৎ করেন

বিদ্যুৎ ও জ্বালানী খাতকে ভারতের আধিপত্যমুক্ত করতে প্রকৌশলীদের আহ্বান জানিয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ড. মাহমুদুর রহমান। শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় বৈষম্যবিরোধী প্রকৌশলী পরিষদের একটি প্রতিনিধিদল তার গুলশানের বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। 

পরে প্রতিনিধিদলের সদস্যরা তার ও তার অসুস্থ মায়ের সার্বিক খোঁজখবর নেন। পাশাপাশি ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে প্রকৌশলী সমাজের কেমন ভূমিকা থাকা উচিৎ সে বিষয়েও ড. মাহমুদুর রহমানের পরামর্শ কামনা করেন। প্রকৌশল বিভিন্ন সেক্টরে বিগত সরকারের দুর্নীতি-অনিয়ম ও এর সহযোগীদের ব্যাপারে ভবিষ্যতে কেমন পদক্ষেপ নেয়া উচিত এসকল বিষয়ে কথা হয় তার সঙ্গে। 

এ সময় ড. মাহমুদুর রহমান বলেন, 'আমি ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মানে সাধারণ ছাত্র ও জনতাকে সাথে নিয়ে কাজ করতে চাই।' তিনি বৈষম্যবিরোধী প্রকৌশলী পরিষদকে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে স্বৈরাচার সরকারের দোসর অদক্ষ ও দুর্নীতিপরায়ণ কর্মকর্তাদের বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে তথ্যপ্রমাণসহ সক্রিয়ভাবে কাজ করার পরামর্শ দিয়েছেন। এছাড়াও, বিদ্যুৎ ও জ্বালানী খাতে ভারতের আধিপত্য রোধ করার ব্যাপারে গুরুত্বারোপ করেন তিনি। 

আলোচনা শেষে ড. মাহমুদুর রহমান শহীদ আবরার ফাহাদের শাহাদাত বার্ষিকীসহ প্রকৌশলী পরিষদের বিভিন্ন কর্মসূচিতে পাশে থাকার আশ্বাস দেন।

উল্লেখ্য,  দেশে ফেরার পর ফ্যাসিস্ট সরকারের মিথ্যা মামলায় আদালতে হাজিরা দিতে গেলে আদালত তাঁকে ২৯শে সেপ্টেম্বর কারাগারে প্রেরণ করে এবং ৩ই অক্টোবর তিনি উচ্চ আদালতের রায়ে সেই মিথ্যা মামলা থেকে জামিন পান।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2