• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

অনুমোদন হলো ২০২৫ সালের ছুটির তালিকা: বাড়লো ঈদ ও পূজায়

প্রকাশিত: ১৬:৫৪, ১৭ অক্টোবর ২০২৪

আপডেট: ১৭:২৪, ১৭ অক্টোবর ২০২৪

ফন্ট সাইজ
অনুমোদন হলো ২০২৫ সালের ছুটির তালিকা: বাড়লো ঈদ ও পূজায়

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে। এতে আগামী বছরের পবিত্র ঈদুল আজহায় ছয় দিন এবং ঈদুল ফিতর উপলক্ষ্যে সরকারি ছুটি পাঁচ দিন করা হয়েছে।

এর মধ্যে একদিন করে দুই ঈদে সাধারণ ছুটি। আর ঈদের আগে, পরে মিলিয়ে বাকি দিনগুলো নির্বাহী আদেশে ছুটি থাকবে। এছাড়া দুই দিন করা হয়েছে শারদীয় দুর্গাপূজার ছুটি। শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সাধারণ ছুটি বিজয় দশমীর দিন। এর আগে নির্বাহী আদেশে নবমীর দিন ছুটি থাকবে।

আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠকে ছুটির এ তালিকা অনুমোদন করা হয়।

বর্তমানে তিন দিন ঈদের ছুটি। তবে কোনো কোনো বছর নির্বাহী আদেশে তা বাড়ানোর ঘটনা ঘটেছে। আর চলতি বছর বর্তমান সরকার নির্বাহী আদেশে পূজায় ছুটি একদিন বাড়িয়েছিল।

এই পরিস্থিতিতে জনপ্রশাসন মন্ত্রণালয় ছুটির বাড়ানোর প্রস্তাব করে। উপদেষ্টা পরিষদ এটি অনুমোদন করেছে।

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2