• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

পাহাড়ে নিয়োজিত সেনাবাহিনী আপনাদের সেবাতে নিয়োজিত: ব্রি. জে. আমান

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৪৯, ১৬ নভেম্বর ২০২৪

আপডেট: ১৫:০০, ১৬ নভেম্বর ২০২৪

ফন্ট সাইজ
পাহাড়ে নিয়োজিত সেনাবাহিনী আপনাদের সেবাতে নিয়োজিত: ব্রি. জে. আমান

খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো: আমান হাসান সকল জনগোষ্ঠীকে নির্বিঘ্নে, নির্ভয়ে ও নিরাপদে নিজ নিজ ধর্মীয় উৎসব পালনের আহবান জানিয়ে বলেছেন, পাহাড়ে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা আপনাদের সেবাই নিয়োজিত।

শনিবার (১৬ নভেম্বর) খাগড়াছড়ি শ্রী শ্রী লক্ষ্মী নারায়ন মন্দিরে আয়োজিত তিন দিনব্যাপী রাস উৎসবের শেষ দিনে রাস উৎসব ও পূজা মন্ডপ পরিদর্শনকালে এ আহবান জানান। 

খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান রাস উৎসবের পূজা মন্ডপগুলো ঘুরে দেখেন। এ সময় তিনি পূজা কমিটির নেতৃবৃন্দের হাতে শুভেচ্ছা উপহারও তুলে দেন। তিনি স্বস্ত্রীক পুজা মন্ডপ ঘুরে দেখার পর পূজার প্রসাদ গ্রহণ করেন।

রাস উৎসবে পুণ্যার্থীদের মেলা ও আয়োজন দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি। 

এ সময় খাগড়াছড়ি রিজিয়নের জিএসও-২ (ইন্ট) মেজর মো. জাবির সোবহান মিয়াদ, খাগড়াছড়ি লক্ষী নারায়ণ মন্দিরের সভাপতি আশিষ ভট্টাচার্য, সাধারণ সম্পাদক নির্মল কান্তি দেবসহ অন্যান্য নেতৃবৃন্দ ছিলেন।

প্রসঙ্গত, শুক্রবার (১৫ নভেম্বর) ভোর থেকে খাগড়াছড়ি শ্রীশ্রী লক্ষ্মী নারায়ণ মানিদরে রাস মহোৎসব চলছে। ঢাকের বাদ্য, উলুধ্বনি, ধূপ আর পূজার নৈবেদ্যতে চলছে রাসপূজা। রাস মহোৎসবকে ঘিরে শ্রী শ্রী লক্ষ্মী নারায়ন মন্দিরে বিপুল সংখ্যক ভক্তের সমাগম হয়েছে।বসেছে মেলাও।

এবার মহানাম সুধা বিতরণ করবেন গোপালগঞ্জের ব্রজকানাই সম্প্রদায়, নোয়াখালীর দক্ষিণেরশ্বর সম্প্রদায়, ফেনীর গুরুচক্র সম্প্রদায়, খাগড়াছড়ির আদি সম্প্রদায় ও ভক্তি বেদান্ত সম্প্রদায়। ১৬ প্রহর রাসউৎসব পুর্নাহুতি দিবে রবিবার ভোরে।

বিভি/এজেড

মন্তব্য করুন: