দিল্লির আধিপত্যের বিরুদ্ধে জাতীয় ঐক্যের আহ্বান সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্তদের (ভিডিও)
ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশবিরোধী প্রোপাগান্ডা, আগরতলায় বাংলাদেশের সহকারি হাইকমিশনে হামলাসহ দিল্লির আধিপত্যের বিরুদ্ধে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্তরা। এজন্য শনিবার (৭ ডিসেম্বর) রাজধানীর মহাখালীর রাওয়াতে সমাবেশের পাশাপাশি প্রতিবাদ মিছিল করেন তারা।
ভারত- বাংলাদেশের সাম্প্রদায়িক উত্তেজনা, ভারতীয় বিভিন্ন প্রচার মাধ্যমে অব্যাহত বাংলাদেশ নিয়ে প্রোপাগান্ডা এবং সর্বশেষ আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় এবার জাতীয় ঐক্যের আহবান জানিয়েছে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যরা। শনিবার মহাখালীতে রিটায়েট আর্মি অফিসার ওয়েলফেয়ার এসোসিয়েন ভবনের সামনে সমাবেশ করে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যরা।
বাংলাদেশবিরোধী যেকোন তৎপরতার বিরুদ্ধে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন তারা।
সমাবেশ শেষে মহাখালী থেকে মিছিল করে বিজয় স্মরণি ঘুরে রাওয়ায় গিয়ে শেষ হয় সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের মিছিলটি।
বিভি/এআই
মন্তব্য করুন: