• NEWS PORTAL

  • শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

২০২৪ সালে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় নিহত কমেছে ১৩ শতাংশ

প্রকাশিত: ১৫:৪৪, ৩১ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১৬:০২, ৩১ ডিসেম্বর ২০২৪

ফন্ট সাইজ
২০২৪ সালে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় নিহত কমেছে ১৩ শতাংশ

এক বছরের ব্যবধানে দেশের বিভিন্ন কর্মক্ষেত্রে দুর্ঘটনায় প্রাণহানির হার ১৩ শতাংশ কমেছে। ২০২৪ সালে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় ৭৫৮ শ্রমিক নিহত হয়েছেন। সারাদেশে কর্মক্ষেত্রে ৬৩৯টি দুর্ঘটনায় নির্মম প্রাণহানির শিকার হন তারা। এমন তথ্য উঠে এসেছে বেসরকারি প্রতিষ্ঠান সেইফটি অ্যান্ড রাইটস সোসাইটি-এসআরএসের জরিপে। 

২০০৯ সাল থেকে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় নিহতের নিয়মিত প্রতিবেদন প্রকাশ করে আসছে প্রতিষ্ঠানটি। 

মঙ্গলবার ( ৩১ ডিসেম্বর) বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য বিশ্লেষণ করে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক সেকেন্দার আলী মিনা জানিয়েছেন, গত বছরের তুলনায় এবার কর্মক্ষেত্রে দুর্ঘটনায় অকাল মৃত্যুর হার ১৩ দশমিক ৩৭ শতাংশ কমেছে। 

তিনি জানান, কর্মক্ষেত্রে দুর্ঘটনায় নিহতের মধ্যে ৮৩ জনই রাজধানী ঢাকার। সংখ্যার বিবেচনায় দ্বিতীয় সর্বোচ্চ চট্টগ্রাম জেলায় ৬২ জন, ময়মনসিংহে ৫৭ জন এবং গাজীপুরে ৩১ জন নিহত হন। খাতভিত্তিক বিবেচনায় কৃষি ও সার্ভিস সেক্টরের তুলনায় সবচেয়ে বেশি নিহত হয়েছেন শিল্পখাতে। দুর্ঘটনায় মৃত্যুর বয়স বিবেচনায় ৭৫৮ জনের মধ্যে ১৮৭ জন শ্রমিকের বয়সই ২১ থেকে ৩০ বছরের মধ্যে। 

এক প্রশ্নের জবাবে এসআরএসের নির্বাহী পরিচালক সেকেন্দার আলী মিনা জানান, কর্মক্ষেত্রে দুর্ঘটনায় নিহতের মধ্যে সবচেয়ে বেশি ৩৩৮টি দুর্ঘটনায় ৩৮০ জনের মৃত্যু হয়েছে পরিবহন খাতে। অন্যান্য দুর্ঘটনার মধ্যে সেবা খাতে ১৩০ জন, নির্মাণ খাতে ৯২ জন, কৃষি খাতে ৮৬ জন এবং উৎপাদনমুখী শিল্পে কাজের সময় ৭০ জনের নির্মম প্রাণহানি ঘটেছে। জেন্ডার বিবেচনায় দুর্ঘটনায় নিহতের ৯৭ শতাংশই পুরুষ বলে উল্লেখ করেন তিনি। 

তার দাবি, বিভিন্ন ক্ষেত্রে দুর্ঘটনায় শ্রমিকের প্রাণহানির কারণে বছরে যে পরিমাণ আর্থিক ক্ষয়-ক্ষতি হয় তার মাত্র আট ভাগের এক ভাগ অর্থ ঝুঁকি ব্যবস্থাপনায় খরচ করা হলে এত প্রাণহানি ঘটতো না। 

উল্লেখ্য, ২০২৩ সালে বিভিন্ন কর্মক্ষেত্রে দুর্ঘটনায় ৮৭৫ জনের প্রাণহানি ঘটেছে। সে তুলনায় এবার কর্মক্ষেত্রে দুর্ঘটনায় নিহতের সংখ্যা ১১৭ জন কমেছে। কর্মক্ষেত্রে দুর্ঘটনায় শ্রমিক নিহতের হার কমার পেছনে জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় কল-কারখানা বন্ধ থাকাসহ নির্মাণ শিল্পে কাজ কম হওয়াকে অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেন সেকেন্দার আলী মিনা। কর্মক্ষেত্রে দুর্ঘটনা কমাতে সারাদেশে কর্মরত সাত কোটি ৩৫ লাখ মানুষের কর্মপরিবেশ উন্নত করার তাগিদ দেন তিনি। বিশেষ করে নির্মাণ খাতসহ ঝুঁকিপূর্ণ খাতগুলোতে নজর দিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন এসআরএস এর কর্মকর্তারা। পাশাপাশি সিদ্ধান্ত গ্রহণে শ্রমিকের অংশগ্রহণ নিশ্চিত করা এবং প্রভিডেন্ড ফান্ড, গ্র্যাচুইটি, সার্ভিস বেনিফিট ও স্বাস্থ্যবীমাসহ সার্বিক বিষয়ে সামাজিক সুরক্ষা নিশ্চিতে সরকারি-বেসরকারি উদ্যোক্তাদের কার্যকর পদক্ষেপ নেয়ার তাগিদ দেয়া হয় মিডিয়া সংলাপে। এ সময় অনুষ্ঠানে এসআরএস এর আইন কর্মকর্তা হাছিনা খানম উপস্থিত ছিলেন।

বিভি/টিটি

মন্তব্য করুন: