ভারত থেকে মুক্ত হওয়া ট্রলারের ৯০ স্টাফ ফিরবেন কাল

মুক্ত ৯০ জনকে আগামীকাল চট্টগ্রামে ট্রলার মালিক ও পরিবারের কাছে হস্তান্তর করবে কোস্টগার্ড
বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ভারতীয় কোস্টগার্ডের নিয়ে যাওয়া বাংলাদেশি দুই ট্রলারের ৭৮ নাবিক মুক্ত হয়ে দেশে ফিরছেন। তাদের সঙ্গে মুক্তি পেয়েছেন আরেকটি মাছ ধরা নৌ যানের আরও ১২ জন জেলে।
এর আগে গতকাল রবিবার দুপুরে বঙ্গোপসাগরে খুলনায় হিরণ পয়েন্ট এলাকায় আন্তর্জাতিক সমুদ্রসীমানায় ৯০ নাবিককে বাংলাদেশ কোস্টগার্ডের কাছে হস্তান্তর করেছে ভারতীয় কোস্টগার্ড। মুক্ত হওয়া মোট ৯০ জনকে আগামীকাল মঙ্গলবার চট্টগ্রামে ট্রলার মালিক ও পরিবারের কাছে হস্তান্তর করবে কোস্টগার্ড।
এর আগে ২০২৪ সালের ৯ ডিসেম্বর ভারতীয় সীমানায় প্রবেশের অভিযোগ এনে এফভি লায়লা–২ ও এফবি মেঘনা–৫ ট্রলার দুটি ভারতীয় কোস্টগার্ড সদস্যরা আটক করে নিয়ে যায়। মুক্ত হওয়া ৯০ স্ঠাফের মধ্যে বাকি ১২ জন এফবি কৌশিক নামে একটি মাছ ধরা ট্রলারের জেলে।
নাবিক ও জেলেদের সঙ্গে তিনটি মাছ ধরার নৌ যানও ভারতীয় কোস্টগার্ড হস্তান্তর করেছে।
বিভি/এজেড
মন্তব্য করুন: