লাল গোলাপ
‘লাল গোলাপ’ বাংলাভিশনে প্রচারিত হচ্ছে প্রতি শনিবার রাত ১১টা ২৫ মিনিটে। সমসাময়িক দেশী বিদেশী উল্লেখ্যযোগ্য ঘটনা নিয়ে এই অনুষ্ঠানের প্রতিটি পর্ব সাজানো হয়।
নিদ্দিষ্ট বিষয়ের উপর থাকে বিভিন্ন প্রতিবেদন। পাশাপাশি দেখানো হয় বিভিন্ন সিনেমার অংশবিশেষ।
‘আর্ট শো : লাল গোলাপ’ অনুষ্ঠানটি পরিকল্পনা ও উপস'াপনা করেছেন শফিক রেহমান।
মন্তব্য করুন: