• NEWS PORTAL

  • বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫

শেখ হাসিনা রাজনৈতিক কর্মকাণ্ড চালালে ভারতকে জবাব দিতে হবে: নাহিদ ইসলাম

প্রকাশিত: ১৮:১০, ৫ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৮:১৫, ৫ ফেব্রুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
শেখ হাসিনা রাজনৈতিক কর্মকাণ্ড চালালে ভারতকে জবাব দিতে হবে: নাহিদ ইসলাম

ছবি: মো. নাহিদ ইসলাম

অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, শেখ হাসিনা রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করলে এর দায় ভারতের। এমনটা ঘটলে দেশটির কাছে জবাব চাওয়া হবে। 

বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে বাংলা একাডেমিতে একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, রাজপথ ছাত্র-জনতার দখলেই থাকবে ফেব্রুয়ারি-মার্চ। আমরা যে কোনো সময়ের জন্য প্রস্তুত। কোনো ভয় বা আতঙ্ক দেখিয়ে আমাদের পিছপা করা যাবে না। এ সময় আইনি জায়গায় থেকে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, আন্দোলনে সংবাদপত্রের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল। ইলেকট্রনিক মিডিয়া তৎকালীন সরকার নিয়ন্ত্রণ করছিল। কিছু দেখানো হচ্ছিলো না টিভিতে। তখন সংবাদপত্রের একটি ইতিবাচক ভূমিকা ছিল। তবে কিছু সংবাদপত্র আন্দোলনকে সংঘর্ষ হিসেবে দেখিয়েছিল।

বিভি/এআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2