• NEWS PORTAL

  • রবিবার, ২০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

স্টারলিংকের সাথে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি বিএসসিএল`র বৈঠক

প্রকাশিত: ১৫:০২, ১৬ মার্চ ২০২৫

আপডেট: ১৬:৫০, ১৬ মার্চ ২০২৫

ফন্ট সাইজ
স্টারলিংকের সাথে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি বিএসসিএল`র বৈঠক

বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. ইমাদুর রহমান সাথে এক সৌহার্দপূর্ণ আলোচনা করেছেন কৃত্রিম উপগ্রহভিত্তিক ইন্টারনেট সেবা প্রদানকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান “স্টারলিংক” এর গ্লোবাল লাইসেন্সিং এবং মার্কেট অ্যাক্টিভেশন বিভাগের পরিচালক মিজ রেবেকা স্লিক হান্টার। 

 রবিবার (১৬ মার্চ, ২০২৫) বেলা ১১ টায়  বিএসসিএল এর প্রধান কার্যালয়ের সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।   


ড. ইমাদুর রহমান  বলেন, ৯০ দিনের মধ্যে মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট কিভাবে চালু করা যায় এই বিষয়ে আলোচনা করা হয়েছে। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড কোন কোন ক্ষেত্রে স্টারলিংকের সাথে কোলাবোরেশন করতে পারে তা নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। 

তিনি বলেন, যেহেতু প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস বিষয়টিকে গুরুত্বের সাথে দেখছেন তাই আগামী সোমবার পরবর্তী মিটিং হতে পারে বলেও জানান তিনি।  

আলোচনায় বিএসসিএলের পক্ষ থেকে স্যাটেলাইট ও স্যাটেলাইট ভিত্তিক সেবা পরিচালনায় দক্ষ ও অভিজ্ঞ জনবল এবং গ্রাউন্ড স্টেশন ফ্যাসিলিটিসহ কোম্পানির বিভিন্ন সক্ষমতার কথা জানানো হয় এবং স্টারলিংকের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করা হয়। এসময় মিজ রেবেকা স্লিক হান্টার স্টারলিংকের বিজনেস মডেল ও তারা কিভাবে পৃথিবীর বিভিন্ন দেশে কাজ করছে তা বর্ণনা করেন। 
 
এসময় বিএসসিএলের বিভিন্ন বিভাগের ঊধর্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিভি/ এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2