• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

আবারও চড়া চালের বাজার, কেজিতে বেড়েছে ১০-১৫ টাকা

প্রকাশিত: ০৮:৩০, ২২ মার্চ ২০২৫

আপডেট: ১১:৫৮, ২২ মার্চ ২০২৫

ফন্ট সাইজ
আবারও চড়া চালের বাজার, কেজিতে বেড়েছে ১০-১৫ টাকা

আবারও চড়া চালের বাজার। মাসের ব্যবধানে মানভেদে মিনিকেট চালের দাম বেড়েছে কেজিতে ১০ থেকে ১৫ টাকা। কর্পোরেট প্রতিষ্ঠানের কারসাজিকেই দুষছেন পাইকাররা। আর সরকারের সঠিক বাজার তদারকির অভাবকে দুষছেন ভোক্তার অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাব। তবে, চালের দাম মাসখানেক পরেই সহনীয় পর্যায়ে আসবে বলে আশাবাদী পাইকারি চাল ব্যবসায়ী সমিতি।

এদিকে, বাজারে যখন বেশিরভাগ পণ্যের দামেই স্বস্তি, তখন ভাবাচ্ছে চালের দাম। বেশ কিছুদিন নিত্য প্রয়োজনীয় পণ্যটির দাম স্থিতিশীল থাকলেও আবারো বেড়েছে মিনিকেট চালের দাম। ভালোমানের সরু চাল কিনতে প্রতি কেজিতে দাম গুনতে হচ্ছে ৮০ থেকে ৯০ টাকা। মাঝারি মানের চালের দাম দাম ৭০ থেকে ৭৫ টাকা আর মোটা চাল কিনতে ৫৮ থেকে ৬২ টাকা দিতে হচ্ছে নিম্ন আয়ের মানুষকে। এ জন্য কর্পোরেট প্রতিষ্ঠানের অতিরিক্ত মুনাফার ঝোঁককেই দুষলেন বিক্রেতারা। 

তবে স্বস্তির খবর জানালেন পাইকারি চাল ব্যবসায়ী সমিতি। তারা বলছেন, বৈশাখে নতুন চাল বাজারে এলে কমবে দাম। 

আর ভোক্তার অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাব বলছে, অন্যান্য পণ্যের মতো চালের বাজারে তদারকি না থাকায় চাল নিয়ে খেলছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী। নিম্ন ও মধ্যবিত্তের কথা কথা মাথায় রেখে খোলা বাজারে চাল বিক্রি বাড়ানোর তাগিদ ক্যাবের। 

বিভি/পিএইচ

মন্তব্য করুন: