• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সাধারণ মানুষের সাথে ঈদের নামায আদায়ে শায়খ আহমাদুল্লাহ 

প্রকাশিত: ১২:৫০, ৩১ মার্চ ২০২৫

আপডেট: ১২:৫১, ৩১ মার্চ ২০২৫

ফন্ট সাইজ

বাড্ডার সাতারকুলে আস সুন্নাহর মাদ্রাসা কমপ্লেক্সের মাঠে ঈদের নামায় আদায় করেন জনপ্রিয় ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহ। সকাল ৮. ৩০ মিনিটে অনুষ্ঠিত এই নামাযে প্রায় ১৫ হাজার মুসল্লি অংশ গ্রহণ করেন। 

এখানে নারীদের জন্যও নামাযের ব্যবস্থা করা হয়। নামায শেষে মুসল্লিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন শায়েখ আহমাদুল্লাহ। ছোট বড় সকলেই এই তাঁর সাথে শুভেচ্ছা বিনিময়ের সুযোগ পায়। নামাযের পর শিশুদের জন্য বিশেষ রাইডের ব্যবস্থা করে আস সুন্নাহ ফাউন্ডেশন। বড়দের জন্য রাখা হয় আলাদা ব্যবস্থা।  মুসল্লিদের সেবার জন্য অস্তায়ী হেলথ ক্যাম্পের ব্যবস্থা করে আস সুন্নাহ ফাউন্ডেশন।  দূরদুরান্ত থেকে মুসল্লিদের যাতায়াতের জন্য নিজস্ব পরিবহণ ব্যবস্তা করা করে ফাউন্ডেশনটি। 

শায়খ আহমাদুল্লাহ বলেন, উন্মুক্ত মাঠে ঈদের নামায আদায় করলে অন্য রকম একটা ভালোলাগা কাজ করে। প্রতি বছরের ন্যায় এবার আমরা সেই ধারাবাহিকতা রক্ষার চেষ্টা করেছি। তবে এবারে আলাদা করে ছোটদের জন্য রাইড, বড়দের জন্য দিনব্যাপী অনেক আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, এমন দিনে একটি ভয়-ডর হীন, দূর্নীতি মুক্ত স্থিতিশীল বাংলাদেশ আমাদের সবার কাম্য। বিশ্ববাসীকে ফিলিস্তিনের পাশে দাড়ানোর আহ্বান জানান তিনি। এমন পরিবেশে নামায আদায় করতে পেরে খুশি মুসল্লিরাও। 

বিভি/ এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2