বর্ষবরণে ঢাকার আকাশে ২৬০০ ড্রোন, ভেসে উঠলো আবু সাঈদ-মুগ্ধরা

স্বৈরাচারমুক্ত বাংলাদেশের প্রথম বর্ষবরণ। তাই আয়োজন ছিল ব্যাপক ব্যতিক্রম। ছিল সব তাক লাগানো কর্মসূচি। যা মুগ্ধ করেছে সবার মন।
এবারের বর্ষবরণের সবচেয়ে আকর্ষণীয় আয়োজন ছিল ড্রোন শো। সংসদ ভবন এলাকায় আড়াই হাজারের বেশি ড্রোনের এই শোতে ফুটিয়ে তোলা হয় দেশের ইতিহাস-ঐতিহ্য ও ২৪ এর বীর যোদ্ধাদের স্মৃতি। দেখানো হয় শহীদ আবু সাঈদ, মুগ্ধ এমনকি ভাইরাল সেই রিকশা চালককেও। দেশের ইতিহাসে প্রথম এই ড্রোন শোর প্রশংসা ছিল সবার মুখে।
নতুন বছরের আগমন উপলক্ষে নগরবাসীকে আনন্দঘন সময় উপহার দিতে মানিক মিয়া এভিনিউতে আয়োজন করা হয় জমকালো কনসার্ট। এতে লাখো দর্শক নেচে-গেয়ে বরণ করে নেন বাংলা নতুন বর্ষ ১৪৩২।
আয়োজনে বাড়তি অনুষঙ্গ যোগ করেছে বৈশাখী মেলা। বাঙালির ঐতিহ্যবাহী বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছিলেন বিক্রেতারা। চলেছে হরদম বেচা-কেনা। কেনাকাটার পাশাপাশি খুশিতে মেতেছে শিশু-কিশোরসহ সব বয়সী মানুষ।
বন্দী নগরজীবনে অন্তত বর্ষবরণকে ঘিরে এমন জমকালো আয়োজন পেয়ে উৎসবে-আনন্দে মেতে ওঠার পাশাপাশি নতুন বছরে দেশের কল্যাণও কামনা করেন নগরবাসী।
বিভি/টিটি
মন্তব্য করুন: