স্প্রেডশিট পাঠিয়ে বিএনপিকে বিভ্রান্ত করেছে ঐকমত্য কমিশন, অভিযোগ বিএনপি নেতাদের

ছবি: সংগৃহীত
স্প্রেডশিট পাঠিয়ে বিএনপিকে বিভ্রান্ত করেছে ঐকমত্য কমিশন-এমন অভিযোগ বিএনপি নেতাদের। তারা বলেন, সংস্কারে এতো বেশি সময় নেওয়া যাবে না যাতে মানুষের পরিবর্তনের আকাঙ্ক্ষা নষ্ট হয়ে যায়।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে জাতীয় সংসদের ভবনে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে বিএনপি নেতারা এসব কথা বলেন।
সকালে জাতীয় সংসদের এলডি হলে ঐকমত্য কমিশনের সাথে আলোচনায় বসে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল।
বৈঠকের শুরুতে বিএনপির পক্ষে কথা বলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। দাবি করেন, দেশে সবচেয়ে বেশি সংস্কার হয়েছে বিএনপির শাসনামলে।
আলোচনার শুরুতে কথা বলেন জাতীয় ঐক্যমত কমিশন ও বিএনপির প্রতিনিধিরা। কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ জানান, রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্যের ভিত্তিতে জাতীয় সনদ গঠন করতে চায় কমিশন।
রাষ্ট্র সংস্কারে অর্ন্তবর্তীকালীন সরকার সংবিধান নির্বাচন জনপ্রশাসনসহ ১১ টি সংস্কার কমিশন গঠন করে। প্রতিটি বিষয়ে সংস্কার চেয়ে রাজনৈতিক দল ও নাগরিকদের কাছে প্রস্তাবনা চেয়েছিলো কমিশনগুলো। সংস্কার প্রস্তাব জমার পরপরই শুরু হয় রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের ধারাবাহিক বৈঠক।
পরে বৈঠকের সারসংক্ষেপ নিয়ে গণমাধ্যমে কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। স্প্রেডশিটের সাথে বিস্তারিত বিষয়গুলোয় অনেক জায়গায় ফারাক রয়েছে বলে অভিযোগ তার।
বিভি/এআই
মন্তব্য করুন: