• NEWS PORTAL

  • রবিবার, ২০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে মুশফিকুল ফজল আনসারীর শোক

প্রকাশিত: ১৫:২৩, ১৭ এপ্রিল ২০২৫

আপডেট: ২১:১৮, ১৭ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে মুশফিকুল ফজল আনসারীর শোক

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী তুন আবদুল্লাহ আহমদ বাদাউয়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) নিজের ফেসবুক প্রোফাইল থেকে একটি পোস্ট শেয়ার করে শোকবার্তা জানান তিনি।

মেক্সিকোতে মালয়েশিয়ান দূতাবাসে স্থাপিত শোক বইয়ে স্বাক্ষরকালে, মালয়েশিয়ার মান‍্যবর রাষ্ট্রদূত জামাল শরিফউদ্দিন জোহান মুশফিকুল ফজল আনসারীকে স্বাগত জানান।

মুশফিকুল ফজল আনসারী বলেন, ''মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী তুন আবদুল্লাহ আহমদ বাদাউয়ের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তিনি কেবল তার দূরদর্শী নেতৃত্ব এবং তার জাতির সেবার জন্যই নয়, বাংলাদেশের সাথে উষ্ণ ও স্থায়ী সম্পর্ক গড়ে তোলার জন্যও স্মরণীয় হয়ে থাকবেন। তার শাসনামলে, আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে - বিশেষ করে বাণিজ্য, শ্রম সহযোগিতা এবং জনগণের মধ্যে সম্পৃক্ততার ক্ষেত্রে। তার পরিবার, মালয়েশিয়ার জনগণ এবং তার ক্ষতির জন্য শোক প্রকাশকারী সকলের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা।''

২২ বছর ক্ষমতায় থেকে প্রবীণ নেতা মাহাথির মোহাম্মদ পদত্যাগ করার পর ২০০৩ সালে বাদাউয়ে মালয়েশিয়ার পঞ্চম প্রধানমন্ত্রী হন। কিন্তু জ্বালানি ভর্তুকির পর্যালোচনার জন্য তিনি জনসাধারণের সমালোচনার মুখে পড়েন। ২০০৯ সালে তিনি পদত্যাগ করে। সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যার দিকে ৮৫ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে মারা যান। 

 

বিভি/এমএফআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2