পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের আহ্বান প্রধান উপদেষ্টার

পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক জোরদারে গুরুত্ব দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তার সঙ্গে সাক্ষাৎ করলে এ কথা জানান বাংলাদেশের সরকার প্রধান।
গত ১৫ বছরে বাংলাদেশ সফর করা প্রথম পাকিস্তানি পররাষ্ট্রসচিব আমনা বালুচের সঙ্গে আলোচনায় প্রধান উপদেষ্টা বলেন, কিছু বাধা আছে, সেগুলো অতিক্রম করে সামনে এগিয়ে যাওয়ার পথ খুঁজে বের করতে হবে।
প্রধান উপদেষ্টা বলেন, তিনি সার্কের কাঠামোয় পাকিস্তানসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ককে সর্বদা অগ্রাধিকার দিয়ে আসছেন। সাম্প্রতিক সময়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে তার সাক্ষাতের কথা স্মারণ করেন। তার মতে, বাংলাদেশ ও পাকিস্তানের উচিত যুব ও সাংস্কৃতিক কর্মসূচি বিনিময় করে জনগণের মধ্যে সম্প্রীতি বাড়ানো।
অতীতের বিষয়গুলো স্বীকার করে বালুচ বলেন, বাংলাদেশ ও পাকিস্তানকে অবশ্যই দুই দেশের মধ্যকার সম্ভাবনাকে কাজে লাগানোর উপায় বের করতে হবে। তিনি বলেন, দুই দেশের বেসরকারি খাতের মধ্যে নিয়মিত যোগাযোগ এবং সব স্তরে পারস্পরিক সফরের প্রয়োজন রয়েছে।
বিভি/টিটি
মন্তব্য করুন: