শুল্ক প্রত্যাহারের বিষয়ে আলোচনা হয়েছে: পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, আরোপিত শুল্ক প্রত্যাহারের বিষয়ে মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীদের বাংলাদেশের নেওয়া পদক্ষেপের বিষয়ে জানানো হয়েছে।
ফরেন সার্ভিস একাডেমিতে শুক্রবার (১৮ এপ্রিল) ফরেন সার্ভিস দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
তিনি বলেন, বাংলাদেশের ওপর আরোপিত শুল্কের বিষয়ে সফররত মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীদের সাথে বিস্তারিত আলোচনা হয়েছে।
রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়েও তাদের সঙ্গে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, আরাকান আর্মির সাথে বাংলাদেশ সরাসরি আলোচনাও করতে পারছে না বা তাদের এড়িয়েও যেতে পারছে না। অর্থাৎ কিছুটা উভয় সঙ্কটে পড়েছে।
পররাষ্ট্র উপদেষ্টা ফরেন সার্ভিস দিবস উপলক্ষে দেওয়া বক্তব্যে বলেন, বিদেশগামীদের ৮০ শতাংশ সমস্যা ঢাকা থেকে সৃষ্টি আর ২০ শতাংশ গন্তব্য দেশে গিয়ে। দূতাবাসে লোকবল কম থাকলেও প্রবাসীদের ১০০ শতাংশ সমস্যা সমাধান করতে হয়।
বিভি/টিটি
মন্তব্য করুন: