• NEWS PORTAL

  • শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

উড়ে গেলো বাসে ছাদ, পৃথক সড়ক দুর্ঘটনায় ১০ জনের প্রাণহানি

প্রকাশিত: ১৯:০৫, ১৮ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
উড়ে গেলো বাসে ছাদ, পৃথক সড়ক দুর্ঘটনায় ১০ জনের প্রাণহানি

সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহ, চুয়াডাঙ্গা, হবিগঞ্জ ও সিরাজগঞ্জে মোট দশজন নিহত হয়েছে। এছাড়াও, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একাধিক যানবাহনের সাথে সংঘর্ষে বাসের ছাদ উড়ে গেলেও এ অবস্থায় পাঁচ কিলোমিটার চালিয়ে গেছেন চালক। 

ময়মনসিংহের ভালুকায় মাইক্রোবাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দু'জন নিহত হন। পুলিশ জানায়, ভালুকাগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিকে চাপা দেয়। চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানের চালকসহ প্রাণ গেছে দুজনের। পুলিশ জানায়, ভোরে একটি ভ্যান সিরাজগঞ্জ বাজারে যাচ্ছিল। পথে একটি বাস ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন দু'জন।

অন্যদিকে, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে কয়েকটি যানবাহনের সাথে সংঘর্ষ হয় একটি বাসের। এতে উড়ে যায় বাসে ছাদ। এ অবস্থায় চালক বাসটি না থামিয়ে আরও দ্রুত গতিতে চালিয়ে যান অন্তত পাঁচ কিলোমিটার। এ ঘটনায় আহত হয়ছেন ছয়জন। বৃহস্পতিবার রাতে হবিগঞ্জের মাধবপুরে ট্রাক চাপায় পিকআপের চার আরোহী নিহত হন। আহত ১০ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া সড়ক দুর্ঘটনায় সিরাজগঞ্জে নিহত হয়েছেন আরো দু'জন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2