‘পূর্বশত্রুদের মিত্রে পরিণত হওয়ার অনেক উদাহরণ বিশ্বে রয়েছে’

ছবি: আবুল কালাম আজাদ মজুমদার
পূর্বশত্রুদের মিত্রে পরিণত হওয়ার অনেক উদাহরণ বিশ্বে রয়েছে। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ইস্যুতে এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার উপ–প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
শুক্রবার (১৮ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি পূর্বশত্রুতার উদাহরণ দিতে গিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা উল্লেখ করেন। বলেন, ফ্রান্স ও ইংল্যান্ড অসংখ্য যুদ্ধ করলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধে তারা হাত মিলিয়েছিলো। একই যুদ্ধে যুক্তরাষ্ট্র জাপানে বোমাবর্ষণ করলেও পরবর্তীতে তারাও মিত্রে পরিণত হয়।
তিনি জানান, অতীতে দেশের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে যাই ঘটুক না কেন, এখন থেকে এটি বাংলাদেশপন্থি নীতি হবে, যা দেশের নিজস্ব স্বার্থে পরিচালিত হবে। এক প্রতিবেশীকে খুশি রাখতে অন্য প্রতিবেশী থেকে দূরে সরে যাওয়া একটি স্বাধীন জাতির পররাষ্ট্রনীতি হতে পারে না।
ভবিষ্যতের সুবিধার্থে অতীতের ইস্যুগুলো সমাধানের জন্য বাংলাদেশ ও পাকিস্তানের এক সাথে কাজ করা ও এগিয়ে যাওয়ার সম্ভবত সময় এসেছে বলে মনে করেন আবুল কালাম আজাদ মজুমদার।
বিভি/এমআর
মন্তব্য করুন: