আজ আবারও জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠক করবে বিএনপি

সংস্কারের প্রস্তাব নিয়ে আজ (২০ এপ্রিল) আবারও জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠক করবে বিএনপি।
এর আগে গত বৃহস্পতিবার আলোচনা করে বিএনপি। সেদিন দলটির নেতারা বলেছেন স্প্রেডশিট পাঠিয়ে বিএনপিকে বিভ্রান্ত করেছে ঐকমত্য কমিশন।
তারা বলেন, সংস্কারে এতো বেশি সময় নেওয়া যাবে না যাতে মানুষের পরিবর্তনের আকাঙক্ষা নষ্ট হয়ে যায়।
ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ জানিয়েছেন, রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্যের ভিত্তিতে জাতীয় সনদ গঠন করতে চায় কমিশন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দীন আহমদের নেতৃত্ব নজরুল ইসলাম খানসহ ৫ সদস্যের প্রতিনিধি দল আজ বৈঠকে অংশ নেবেন।
বিভি/এআই
মন্তব্য করুন: