জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির বৈঠক চলছে

ছবি: সংগৃহীত
সংস্কার প্রস্তাব নিয়ে আজ আবারও জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠক করছে বিএনপি।
রবিবার (২০ এপ্রিল) বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দীন আহমদের নেতৃত্ব নজরুল ইসলাম খানসহ ৫ সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নিয়েছেন।
বৈঠক শুরুর আগে সালাহ উদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, মুলতবি আলোচনা শুরু করছি। পর্যায়ক্রমে সব বিষয়ে আলোচনা হবে। দলীয় ফোরামের আলোচনায় যে সিদ্ধান্ত হয়েছে, তা জানানো হবে আজ। সরকারকে সংস্কার নিয়ে সহযোগিতা করবে বিএনপি।
এর আগে গত বৃহস্পতিবার আলোচনা করে বিএনপি।
বিভি/এআই
মন্তব্য করুন: