৪৮ ঘণ্টার মধ্যে দাবি না মানলে ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা

ছবি: সংগৃহীত
৪৮ ঘণ্টার মধ্যে দাবি না মানলে ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণাও দেওয়া হয়েছে।
রবিবার (২০ এপ্রিল) দুপুর ১২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নতুন সড়কে মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের ব্যানারে মহাসমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা দেওয়া হয়।
সমাবেশে শিক্ষার্থীদের হাতে দাবি-দাওয়া সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়। এর আগে সকাল থেকে কারিগরি শিক্ষা বোর্ডের অধীন রাজধানীর বিভিন্ন সরকারি-বেসরকারি পলিটেকনিকের শিক্ষার্থীরা ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে জড়ো হতে শুরু করেন।
বেলা ১১টার পর থেকে তারা সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি রাজধানীর আগারগাঁওয়ে মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে গিয়ে সমাবেশে যোগ দেয়। ৬ দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে থাকার হুঁশিয়ারি দেওয়া হয়। সেইসঙ্গে সব ধরনের এসি রুমের আলোচনা বয়কটের ঘোষণা দেন শিক্ষার্থীরা।
বিভি/এআই
মন্তব্য করুন: