• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

পাঁচ আগস্ট চানখারপুল হত্যাকাণ্ড: ৮ পুলিশ সদস্যের বিরুদ্ধে পূর্ণাঙ্গ রিপোর্ট

প্রকাশিত: ১৪:০৭, ২১ এপ্রিল ২০২৫

আপডেট: ১৪:০৮, ২১ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
পাঁচ আগস্ট চানখারপুল হত্যাকাণ্ড: ৮ পুলিশ সদস্যের বিরুদ্ধে পূর্ণাঙ্গ রিপোর্ট

ছবি: চানখারপুল হত্যাকাণ্ডের রিপোর্ট দাখিল নিয়ে চিফ প্রসিকিউটরের প্রেস ব্রিফিং

পাঁচ আগস্ট রাজধানীর চানখারপুলে শিক্ষার্থী আনাসসহ ৬ জনকে হত্যায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ ৮ পুলিশ সদস্যের বিরুদ্ধে সোমবার (২১ এপ্রিল) পূর্ণাঙ্গ রিপোর্ট দাখিল করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এটি জুলাই-আগস্টের হত্যাকাণ্ডের ঘটনায় দাখিল করা প্রথম পূর্ণাঙ্গ প্রতিবেদন। এ ঘটনায় নির্দেশ দাতা হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধেও প্রমাণ পাওয়ার কথা জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে দশম শ্রেণির ছাত্র আনাসসহ ৬ জনকে গুলিতে হত্যা করে পুলিশ। এ ঘটনায় করা অভিযোগ তদন্ত শেষে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ ৮ পুলিশ সদস্যকে অভিযুক্ত করে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা। 

এই হত্যাকাণ্ডের নির্দেশ দাতা হিসেবে শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বিভিন্ন বাহিনী ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারাসহ তৎকালীন আওয়ামী সরকারের উচ্চ পর্যায়ের অনেকের জড়িত থাকার প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। তবে শেখ হাসিনা সহ সুপিরায়র কমান্ডাররা জুলাই আগস্টে সারাদেশে সংগঠিত অনেকগুলো হত্যাকাণ্ডের ঘটনায় যুক্ত থাকায় তাদের বিরুদ্ধে আলাদাভাবে তদন্ত চালাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। 

এই মামলার ৮ আসামির মধ্যে ৪ জন পলাতক আছে, মামলার কার্যক্রম শুরুর পর আসামিরা আত্মসমর্পণ না করলে রাষ্ট্রের পক্ষ থেকে আসামিদের জন্য আইনজীবী নিয়োগ করা হবে। 

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2