টেকসই ভবিষ্যৎ গঠনে তারুণ্যের শক্তি কাজে লাগানোর আহ্বান ড. ইউনূসের

ছবি: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
জলবায়ু ও নগর চ্যালেঞ্জ মোকাবিলায় আঞ্চলিক ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। একটি টেকসই ভবিষ্যৎ গঠনে যুবশক্তি ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগানোর জন্য দেশগুলোর প্রতি উদাত্ত আহ্বানও জানান তিনি।
সোমবার (২১ এপ্রিল) টেকসই নগর উন্নয়নের লক্ষ্যে ব্যাংককে ৮১তম এসকাপ অধিবেশনে দেওয়া ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা এ আহ্বান জানান।
তিনি তাঁর বক্তব্যে বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সহনশীল নগর উন্নয়নের অঙ্গীকারের কথা তুলে ধরেন।
ব্যাংককের জাতিসংঘ সম্মেলন কেন্দ্রে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (ইএসসিএপি) অধিবেশন ৫৩টি সদস্য রাষ্ট্র ও ৯টি সহযোগী সদস্য অংশ নিচ্ছে।
বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী।
বিভি/এআই
মন্তব্য করুন: