• NEWS PORTAL

  • শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

কাতার পৌঁছেছেন প্রধান উপদেষ্টা 

প্রকাশিত: ০৯:০৪, ২২ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
কাতার পৌঁছেছেন প্রধান উপদেষ্টা 

চার দিনের সফরে কাতার পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

স্থানীয় সময় রাত ৯টা ৪০ মিনিটে দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরন করেন তিনি। কাতারের প্রটোকল প্রধান রাষ্ট্রদূত ইব্রাহিম ফাখরু তাকে স্বাগত জানান। প্রধান উপদেষ্টার প্রেস সচিব তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টের এক পোস্টে এ তথ্য জানান। 

সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যা সাতটায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কাতারের উদ্দেশে যাত্রা করেন ড. মুহাম্মদ ইউনূস। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির আমন্ত্রণে এ সফর করছেন তিনি। সেখানে তিনি ‘আর্থনা সামিট-২০২৫’ এ অংশ নেবেন। সামিটে অংশ নেওয়ার পাশাপাশি কাতারের আমিরের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। 

দেশের ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশের চারজন জাতীয় নারী ক্রীড়াবিদ প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে কাতার গেছেন। তারা হলেন- ফুটবলার আফিদা খন্দকার ও শাহেদা আখতার রিপা এবং ক্রিকেটার সুমাইয়া আখতার ও শারমিন সুলতানা।

বিভি/এসজি

মন্তব্য করুন: