• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বনেতাদের এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার

প্রকাশিত: ১৭:১৭, ২২ এপ্রিল ২০২৫

আপডেট: ১৭:২১, ২২ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বনেতাদের এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার

ছবি: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রোহিঙ্গা সংকটকে বাংলাদেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে তাদের প্রত্যাবাসনে বিশ্বনেতাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বিশ্বব্যাপী শান্তি ও স্থিতিশীলতা ছাড়া কোনো টেকসই উন্নয়ন সম্ভব নয়।

মঙ্গলবার (২২ এপ্রিল) কাতারের দোহায় ‘আর্থনা শীর্ষ সম্মেলন ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি।

২০২৪ সালের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশে এক ঐতিহাসিক, তরুণ-নেতৃত্বাধীন গণঅভ্যুত্থান দেখা যায়। বৈষম্যের বিরুদ্ধে একটি প্রতিবাদ থেকে শুরু হয়ে এটি পরিণত হয় সুবিচার, সুশাসন ও জবাবদিহিতার জন্য এক দেশব্যাপী আন্দোলনে। এটি ছিলো এক প্রজন্মের সম্মিলিত আহ্বান—মর্যাদা, স্বচ্ছতা ও অন্তর্ভুক্তিমূলক শাসনের জন্য।

তিনি বলেন, একটি সত্যিকারের অন্তর্ভুক্তিমূলক সমাজ তখনই গড়ে উঠতে পারে, যখন প্রান্তিক জনগোষ্ঠীর জন্য রাজনৈতিক ও অর্থনৈতিক সুযোগ সৃষ্টি করা হয়।

প্রধান উপদেষ্টা বলেন, পৃথিবী নানা সংকটে জর্জরিত। আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটি সমৃদ্ধ, সহনশীল, সবুজ ও টেকসই ভবিষ্যৎ রেখে যেতে হবে—যেটি ঐতিহ্যবাহী জ্ঞান, উদ্ভাবন ও প্রযুক্তির সংমিশ্রণে গঠিত হবে এবং ভবিষ্যতের জন্য সর্বজনীন স্থায়িত্ব নিশ্চিত করবে।

তিনি আরও বলেন, এই সম্মেলনের আয়োজক দেশ কাতার ইতোমধ্যেই টেকসই, অন্তর্ভুক্তিমূলক ও সহনশীল ভবিষ্যৎ গঠনে দূরদর্শিতা ও সংকল্প প্রদর্শন করেছে।

এসময় সম্মেলন ৬টি উদ্যোগের কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। সেগুলো হলো— আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণ, সামাজিক ব্যবসা প্রসার, তরুণদের নেতৃত্বে প্ল্যাটফর্ম সৃষ্টি, শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠা, উন্নত দেশগুলোর নৈতিক দায়িত্ব পালনে সহযোগিতা এবং শূন্য-লাভ নির্ভর সামাজিক ব্যবসা ও শূন্য বর্জ্য নির্ভর জীবনধারার প্রচলন।

বিভি/এআই

মন্তব্য করুন: