• NEWS PORTAL

  • শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

এবার হাসিনার ডক্টরেট ডিগ্রি বাতিল করছে যে বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ১৮:৩৫, ২২ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
এবার হাসিনার ডক্টরেট ডিগ্রি বাতিল করছে যে বিশ্ববিদ্যালয়

ছবি: ফাইল ফটো

অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি (এএনইউ) ১৯৯৯ সালে শেখ হাসিনাকে একটি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিয়েছিলো। বর্তমান প্রেক্ষাপটে ডিগ্রিটি বাতিল করতে যাচ্ছে অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়টি। যা আপাতত স্থগিত করা হয়েছে।

এএনইউ’র বরাতে অস্ট্রেলিয়ান গণমাধ্যম দ্য ক্যানবেরা টাইমস বলছে, ডিগ্রি বাতিলের মতো ঘটনা তাদের সাম্প্রতিক ইতিহাসে ঘটেনি। এমন কোনও নজিরও এখন পর্যন্ত তাদের নেই। তবে বিশ্ববিদ্যালয় বর্তমানে এই ধরনের সিদ্ধান্তের জন্য একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে কাজ করছে। পর্যালোচনা শেষে হাসিনার ডিগ্রি বাতিলের বিষয়ে সিদ্ধান্ত নেবে বিশ্ববিদ্যালয়টি।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান এবং এখনো সেখানেই অবস্থান করছেন। 

বিভি/এমআর

মন্তব্য করুন: