সিইসির সঙ্গে অস্ট্রেলিয়ান হাই কমিশনারের বৈঠক চলছে

ছবি: এ এম এম নাসির উদ্দিন
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ও নির্বাচন ইস্যুতে বৈঠক করছেন অস্ট্রেলিয়ান হাই কমিশনার-সুসান রাইলী।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল ১১ টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ বৈঠক শুরু হয়।
দু’দেশের নির্বাচন প্রক্রিয়া,গণতন্ত্র চর্চা এবং নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে। এছাড়াও নির্বাচনী প্রযুক্তি, ভোটার তালিকা হালনাগাদ ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের ভূমিকা নিয়েও আলোচনা হতে পারে। গণতন্ত্রের অগ্রযাত্রায় আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ নির্বাচন কমিশন।
বিভি/এআই
মন্তব্য করুন: