• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

এবার অস্ত্র আইনে পলকের বিরুদ্ধে মামলা

নাটোর প্রতিনিধি

প্রকাশিত: ১২:৪৭, ২৪ এপ্রিল ২০২৫

আপডেট: ১২:৪৮, ২৪ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
এবার অস্ত্র আইনে পলকের বিরুদ্ধে মামলা

নাটোর-৩ আসনের সাবেক এমপি ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সরকারি নির্দেশ অমান্য করে থানায় অস্ত্র জমা না দেওয়ায় তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন পুলিশ। বুধবার (২৩ এপ্রিল) সিংড়া থানার এসআই আবুল কালাম আজাদ বাদি হয়ে অস্ত্র আইনে মামলাটি করেছেন। 

মামলার এজাহারেসূত্রে জানা যায়, গত বছরের ৫ আগস্ট পর্যন্ত প্রদানকৃত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করে ৩ সেপ্টেম্বরের মধ্যে অস্ত্রগুলো সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার নির্দেশ দেয় অন্তর্বর্তী সরকার। কিন্তু, সরকারের বেঁধে দেওয়া সময়ে পলকের হেফাজতে থাকা একটি পিস্তল ও একটি শর্টগান থানায় জমা না দেওয়ায় ১৮৭৮ সালের অস্ত্র আইনে মামলাটি দায়ের করা হয়েছে। 

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসমাউল হক জানান, মামলাটি নথিভুক্ত করে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য যে, একাধিক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে জেলে রয়েছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলক।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: