যান্ত্রিক ত্রুটির কারণে ১০ জেলায় বিদ্যুৎ বিভ্রাট

ছবি: সংগৃহীত
যান্ত্রিক ত্রুটির কারণে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহে সমস্যা দেখা দিয়েছে। তাতে শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যা থেকে খুলনাসহ দক্ষিণাঞ্চলের ২১ জেলার কোথাও কোথাও বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়ে। তার মধ্যে বিদ্যুৎহীন হয়ে পড়ে অন্তত ১০ জেলা।
দেশের দক্ষিণাঞ্চলের ২১ জেলায় বিদ্যুৎ বিতরণ করে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) লিমিটেড। তাদের কাছ থেকে জানা গেছে, গোপালগঞ্জের আমিন বাজারে ন্যাশনাল গ্রিডে সমস্যা হওয়ায় এই ব্ল্যাক আউট হয়েছে। রাট ৮টার পর থেকে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হচ্ছে এবং বিভিন্ন জেলায় বিদ্যুৎ বিতরণ করা হচ্ছে। পুরোপুরি সমস্যার সমাধান হতে আরও কিছু সময় লাগবে।
এদিকে, বিদ্যুৎ না থাকায় এসব অঞ্চলের জনগণকে প্রচণ্ড গরমে দুর্ভোগ পোহাতে হয়েছে । বিদ্যুৎনির্ভর সব কাজকর্ম বিঘ্নিত হয়েছে।
এর আগে, ২০১৪ সালে এ রকম একটি ঘটনায় সারাদেশ প্রায় ৩০ ঘণ্টা বিদ্যুৎহীন ছিলো। সেবার ভারত থেকে আসা বিদ্যুৎ কয়েক সেকেন্ডের জন্য বন্ধ হওয়ার কারণে গ্রিড বিপর্যয় ঘটেছিলো।
বিভি এ/আই
মন্তব্য করুন: