• NEWS PORTAL

  • রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

পটুয়াখালীতে ধষর্ণের শিকার জুলাই আন্দোলনে শহীদ জসীম উদ্দিনের কন্যার আত্মহত্যা

প্রকাশিত: ০৮:৪০, ২৭ এপ্রিল ২০২৫

আপডেট: ০৮:৪২, ২৭ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
পটুয়াখালীতে ধষর্ণের শিকার জুলাই আন্দোলনে শহীদ জসীম উদ্দিনের কন্যার আত্মহত্যা

ছবি: সংগৃহীত

পটুয়াখালীতে ধষর্ণের শিকার জুলাই আন্দোলনে শহীদ জসীম উদ্দিনের কন্যা লামিয়া আত্মহত্যা করেছেন। শনিবার (২৬ এপ্রিল) রাত ৯টার দিকে রাজধানীর শেখেরটেকের ৬ নম্বর রোডের একটি বাসা তার মরদেহ উদ্ধার করে পুলিশ। 

আদাবর থানা পুলিশ ঘটনাটি আত্মহত্যা বলে প্রাথমিকভাবে জানিয়েছেন।

খবর পেয়ে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে যান, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম ও জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম। তারা ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান।

ঘটনা ১৮ মার্চ সন্ধ্যার। জুলাই আন্দোলনে শহীদ বাবা জসীম উদ্দিনের কবর জিয়ারত করে, নানাবাড়িতে ফেরার পথে দলবদ্ধ ধর্ষণের শিকার হন ১৭ বছরের লামিয়া। আসামিরা ধর্ষণের ভিডিও ধারণ করে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মুখ বন্ধ রাখতে বলে। তবে পরিবারের সঙ্গে আলোচনা করে ২০ মার্চ দুমকি থানায় আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন তিনি।

পরিবার জানায় ঘটনার পর থেকেই লামিয়া মারাত্মক মানসিক যন্ত্রণায় ভুগছিলেন। 
 

বিভি/এআই

মন্তব্য করুন: