• NEWS PORTAL

  • রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ১১ বছর আজ

প্রকাশিত: ১১:১১, ২৭ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ১১ বছর আজ

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ১১ বছর আজ। নিহতদের পরিবার জানান, হত্যা কাণ্ডের ৩৩ মাস পর আদালতের রায় ঘোষণা করা হলেও আপিল বিভাগে সাড়ে সাত বছরেও নিষ্পত্তি হয়নি এ মামলা। এতে ক্ষোভ,হতাশা, ভয় ও অনিশ্চয়তা বিরাজ করছে তাদের। দ্রুত এ মামলার নিষ্পত্তির দাবি জানান তারা।

২০১৪ সালের ২৭ এপ্রিল আদালতে একটি মামলায় হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে ঢাকা নারায়ণগঞ্জে লিংক রোডের ফতুল্লাহর লামাপাড়া থেকে অপহরণ করা হয় প্যানেল মেয়র নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে। তিন দিন পর শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার করা হয় তাদের মরদেহ ।

এ ঘটনায় নিহত নজরুল ইসলামের স্ত্রী ও চন্দন সরকারে জামাতা ফতুল্লা মডেল থানায় আলাদা দুটি মামলা করেন। 

বিভি/এআই

মন্তব্য করুন: